About

About My Cis Online

শিক্ষা যেখানে আনন্দময়” এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে সিডা ইনোভেটিভ স্কুল ২০১৭ সালে তার কার্যক্রম শুরু করে। ২০১৮ শিক্ষাবর্ষে প্লে থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি তার শিক্ষা কার্যক্রম শুরু করে। ২০২০ শিক্ষাবের্ষ বিদ্যালয়টির শিক্ষাকার্যক্রম ৮ম শ্রেণি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি সম্পূর্ণরুপে শিক্ষার্থীকেন্দ্রিক, অংশগ্রহণমুলক ও আনন্দময়। শিশুর সার্বিক বিকাশ নিশ্চিত করার জন্য রয়েছে প্যারেিন্টং এডুকেশন।

ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে ইংলিশ ক্লাব। শিশুদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য রয়েছে আর্টস এন্ড ক্রাফটিং। যোগাযোগ দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব দানের গুনাবলি বৃদ্ধির জন্য পাবলিক স্পিকিং, ধারাবাহিক গল্প বলা সহ নানা রকম কার্যক্রমে অংশ গ্রহনের মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একজন যোগ্য মানুষ হিসাবে গড়ার চেষ্টায় নিয়োজিত বিদ্যালয়টি। বিদ্যালয়ের কার্যক্রম গুলো থেকে বাংলাদেশের যে কোন শিক্ষার্থী যেন উপকৃত হতে পারে, সে জন্য বিদ্যালয়টি ইতিমধ্যে ই-স্কুল হিসাবে কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে যে কোন বাংলাদেশের যে কোন স্কুল এবং যে কোন জায়গা থেকে একজন শিক্ষার্থী আমাদের পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারবে।

0

Happy Students

0

Approved Courses

0

Certified Teachers

0

Graduate Students